সূর্যের নিজস্ব আলো আছে।সূর্য আসলে একটি বিশাল গ্যাস পিন্ড।তাছাড়া সূর্য আমাদের থেকে অনেক দুরে অবস্থান করছে।কিন্তু সূর্যের আলো এতটাই তীব্র যে আমারা এখান থেকে খুব ভালোভাবে দেখতে পাই।আমাদের চোখের একটা নির্দিষ্ট দর্শনসীমা আছে।একে আলোর স্পেক ট্রাম বলে।আমাদের চোখের দর্শনসীমা 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার।আলোর তরঙ্গদৈর্ঘ এই মাত্রায় চেয়ে বেশি বা কম হলে আমরা তা দেখতে পাই না।আবার এই স্পেক ট্রামের বিভিন্ন মাত্রা অনুযায়ী আমাদের চোখ বিভিন্ন রং বা বর্ণ দেখে ।যেমন আলোর তরঙ্গদৈর্ঘ 620 nm থেকে 700 nm এর মধ্যে হলে চোখ আলোটিকে লাল হিসেবে দেখে।আর সূর্যের আলোর তরঙ্গদৈর্ঘ পৃথিবীতে 600 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে থাকে।তাই সূর্যের আলোকে লাল,হলুদ বর্ণের দেখায়।
আর চাঁদের নিজস্ব কোনো আলো নেই।এর উপর সুর্যের আলো পরে প্রতিফলিত হয়।তাই এটি উজ্জ্বল বা সাদা দেখায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ