উত্তেজনা বসত কামরস বের হলে কি গোসল করা ফরজ?  
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ফরজ গোসল করতে হবেনা সেই স্হানটুকু ধুয়ে অজু করলেই পবিত্র হবেন। কামরস হচ্ছে সাদা স্বচ্ছ পিচ্ছিল পানি। যৌন উত্তেজনার সময় এটি বের হয় যৌন চিন্তার ফলে কিংবা অন্য কোন কারণে। কামরস বের হলে ওজু ভেঙ্গে যাবে। আলী (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বীর্যরস প্রসঙ্গে প্রশ্ন করলাম। তিনি বলেনঃ বীর্যরস বের হলে অযু করতে হবে এবং বীর্যপাত হলে গোসল করতে হবে। (সূনান আত তিরমিজী হাদিস নম্বরঃ ১১৪)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ