Call

মেয়েদের ফরজ গোসলের নিয়ম হল - তিনবার পানি ঢেলে তা ভালভাবে ভিজিয়ে নিতে হবে, এবং চুলের গোড়া খিলাল করতে হবে। আর, - ফরয গোসলের সময় মহিলাদের মাথার বেনী খুলতে হবে না। মাথায় কেবল তিন আজলা পানি ঢেলে চুলের গোড়া ভালোভাবে ভেজালেই চলবে। তবে, মহিলাদের ঋতুস্রাব পরবর্তী গোসলের সময় বেনী খোলা মুস্তাহাব বা উত্তম। তাছাড়াও, মেয়েদের পুরো শরীর ধোয়া হলো ফরজ। তাদের খোঁপা যদি এমন হয় যে, চুলের গোড়ায় পানি পৌঁছাতে কোনো অসুবিধা না হয়, তাহলে খোলার প্রয়োজন নেই। তবে, চুল যদি খুব ঘন হয় অথবা খোঁপা এমন শক্ত করে বাঁধা হয়, যা না খুললে পানি পৌছবে না, তাহলে নারীর মাথার খোঁপা খুলতে হবে। আর, চুল যদি খোলা হয়, তাহলে সব চুল ভিজানো এবং গোড়া পর্যন্ত ভালো করে পানি পৌছাতে হবে, যেন একটিও চুল শুকনো না থাকে। (তরীকুল ইসলাম, প্রথম খন্ড, পৃষ্ঠা নং ১২৩/১২৪)।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ