AndreRayhan

Call

এজন্য আপনি তাড়াতাড়ি ভাল একটা যৌন ডাক্তার দেখান । তা না হলে পরবর্তীতে সমস্যা হতে পারে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jamiar

Call

 আপনার ধাতু ক্ষয় রোগ হয়েছে, ধাতু ক্ষয় রোগ হলো অনৈচ্ছিক বীর্যপাতের নামই হলো ধাতু দুর্বলতা । এ ধরনের সমস্যায় সপ্নাবেশ বা কম উদ্দীপনা ছাড়াই বার বার বীর্যপাত হয়।


কুফল হলো:--অতিরিক্ত অপুষ্টি রোগ ভোগ, রক্ত শুন্যতা, দুর্বলতা প্রভৃতি উপসর্গ দেখা দিতে পারে। তবে অনেক ক্ষেত্রেই ইহাতে তেমন জটিল উপসর্গ দেখা দেয় না। যাদের হরমোনের অভাব হয় বা বীর্যে শুক্রকীট থাকে না তাই সন্তান জন্মদান দিতে পারে না। এছাড়া শুক্রের ঘনত্ব (viscosity) নস্ট হওয়ার কারণে ইহা অতি সহজেই নির্গত হয় এবং এর ফলে যৌন আনন্দ পাওয়া যায় না। অনেক সময় এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে মানসিক অশান্তি দেখা দেয় এবং নানা পারিবারিক সমস্যার সৃষ্টি হয়। এই উপসর্গযুক্ত পুরুষদের স্ত্রীরা মানসিক অশান্তি এবং হতাশায় ভোগে। পরোক্ষভাবে সাংসারিক অশান্তি এই রোগের একটি জটিল উপসর্গ হয়ে দারায়|  

তবে এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে যেমন:- 

  1. হস্তমৈথুন কমিয়ে ফেলা বা বন্ধ। 
  2. ব্যায়াম।
  3. পর্নগ্রাফী এড়িয়ে যাওয়া।
  4. নতুন কোন শখের দিকে আগ্রহী।
  5. বন্ধুত্ব পূর্ণ সুস্থ সুন্দর সম্পর্ক সৃষ্টি।
  6. কোন পর্নগ্রাফী দেখবেন না শোয়ার আগে বা শোয়ার সময়।
  7. ঢিলাঢালা রাতের পোশাক পড়বেন
  8. দুঃশ্চিন্তা কমাবেন এবং মেডিটেড করবেন।
  9. পর্যাপ্ত পরিমানে ঘুম ও বিশ্রাম নেবেন।
  10. নিয়মিত পুষ্টিকর খাদ্যখাবেন।
  11. আপনার smoking বা alcohol এর অভ্যাস থাকলে তা পরিহার করুন আস্তে আস্তে।

 সাধারণত অতিরিক্ত    স্বপ্নদোষ,ও হস্তমৈথুন ইত্যাদির ফলে ধাতু রোগ তৈরী হয়ে থাকে । চিন্তার কোনো কারণ নেই উপরের উল্লেখিত নিয়ম গুলি যদি মেনে চলেন তাহলে দেখবেন আপনার সমস্যা কত তাড়াতাড়ি ঠিক হয়ে গেছে।   তবে এর পাশাপাশি হোমিওপ্যাথিক ডাক্তার এর চিকিৎসা নিতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ