এক সময় আমার মাথায় প্রচুর চুল ছিলো। হটাৎ করে এক দিন চুল উঠা শুরু হয় তার পর থেকে প্রতিনিয়ত চুল উঠে পরে আমি ভয়ে মাথা নেরা করি কিন্তু আবার নতুন চুল গজানোর পরেও প্রচুর চুল ওঠা শুরু করে মাথায় হাত দিলে ৫ টা থেকে ৭ টা করে চুল ওঠে মাথায় শ্যাম্পু বা সাবান ব্যাবহার করলেও ১৫ থেকে ২০ টা করে চুল উঠে। এমন অবস্থায় মাথার অধিকাংশ চুল উঠে গেছে পরে বাকি চুল গুলোকে নিয়ন্ত্রনে রাখার জন্য বাধ্য হয়ে অন্য কোন উপায় না পেয়ে আজ আবার আমাকে মাথা নেরা করতে হলো।এখন যেহেতু আমি মাথা নেরা করছি তাই এখন থেকে কি ব্যাবহার করলে আমার আর চুল পড়বে না এবং উঠে যাওয়া চুল গুলো আবার গজাবে এবং আগের মতো ঘনো হবে?? যারা যে উপায় জানেন ১. প্রাকিতিক উপায় ২. কোন মেডেসিন বা ওয়েলের নাম। প্লিজ পরিক্ষিত সমাধানের উপায় বলবেন?
শেয়ার করুন বন্ধুর সাথে

আমলকির রস তেলের সাথে মিশিয়ে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে সেই তেল চুলে লাগালে চুল পরা বন্ধ হতে পারে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Porimolray

Call

আপনি যা করবেন: * পেয়াজ বেটে তার রস মাথায় নিয়মিত ব্যবহার করুন এতে চুলের গোড়া শক্ত হবে;চুল মজবুত হবে;চুল পড়া রোধ ও নতুন চুল গজাতে সাহায্য করবে। *ভিটামিন ই এর অভাবে চুল পড়ে।তাই ভিটামিন ই জাতীয় খাবার খাবেন *শ্যম্পু প্রতিদিন না করাই ভালো সপ্তাহে ২দিন। *ইক্যাপ খেতে পারেন *এছাড়া আপনি হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।আশাকরি সমস্যা দ্রুত সমাধান হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jamiar

Call

আপনি যে বললেন হটাৎ করে আপনার চুল উঠা শুরু করলো, এই কথা টা সঠিক নয়। কারণ আপনার শরিরের ভিটামিন ই এর অভাব থাকলে তা  আসতে আসতে চুল  উঠা শুরু করবে এবং আসতে আসতে অন্যান্য সমস্যাও দেখা দিতে পারে, তবে যাই হউক।


এখন যেহেতু আপনি মাথা নেরা করেছেন তাই এখন থেকে আপনি           ই ক্যাপ ক্যাপসুল এর তরল পদার্থ টি আপনার নেরা মাথায়    ব্যাবহার করুন    এতে চুল পড়বে না। আর ই ক্যাপ ক্যাপসুল প্রতিরাতে একটা করে খাবেন। এবং ভিটামিন ই সমৃদ্ধ খাবার খাবেন। 


 কেনুলা পাউডার এর সাথে নারকেল (১ টি পাউডার ১০০ মিলি প্যারাসুট তৈল)  তৈল মিসাবেন।  এবং প্রতিদিন গোসলে ক্লিয়ার  ম্যান স্যাম্পু ( যে স্যাম্পু ব্যবহার করেন না কেনো তা পরিবর্তন করবেন না) দিয়ে চুল পরিস্কার করার পর  এই কেনুলা পাউডার মিসানো তৈল ব্যবহার করুন এতে আপনার মাথায় খুসকি হবে না চুল ভালো থাকবে এবং নিয়মিত (প্যারাসুট তৈল) ব্যবহার এ চুল কালো হবে।


বি: দ্র: কেনুলা পাউডার মিসানো তৈল  আমি নিজেই ব্যবহার করতেছি খুসকির জন্য।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সরিষা তেলে মেহেদির পাতা মিলিয়ে ব্লেন্ড করে নিন। এই তেল সপ্তাহে দুইবার ব্যবহারে কাঙ্ক্ষিত ফল পাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি দি ট্রপিক ইসলে ব্যান্ডের জামাইকান ব্লাক ক্যাস্টর অয়েলটি অলিভ অয়েলের সাথে মিশিয়ে হালকা গরম করে মাথায় ম্যাসাজ করলে চুল পড়া বন্ধের পাশাপাশি খুশকিও চলে যাবে। রাতে তেল দিয়ে পরের দিন শ্যাম্পু করতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ