Waruf

Call

মনে হয় পারবেন না, মনে হয় লিখছি কারন, আপনি যে ট্রান্সফরমার টি দেখিয়েছেন তা কত ভোল্ট ও এম্পিয়ারের তা দেখতে পাচ্ছিনা। আপনার বর্ণনাকৃত ব্যাটারি চার্জ করতে ১৬-১৮ ভোল্ট দিতে হবে। এম্পিয়ার এক্ষেত্রে বড় না কিন্তু বেশি এম্পিয়ারের হলে দ্রুত চার্জ হবে, কম এম্পিয়ার হলে ধীরে ধীরে হবে। আপনার ব্যাটারির জন্য ৫ এম্পিয়ারের হলে ভাল হয়, কিন্তু মনে রাখবেন ১২ ভোল্ট এর ট্রান্সফরমার দিয়া ১২ ভোল্ট ব্যাটারি চার্জ করতে পারবেন না, একদম খালি ব্যাটারি হয়ত কিছুটা চার্জ হবে কিন্তু কার্যকারী চার্জ হবেনা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এটাতো মনেহচ্ছে ৩ অ্যাম্পিয়ার। চার্জ করতে পারবেন না বল্লে ভুল হবে। করতে পারবেন কিন্তু অনেক সময় লাগবে এবং ট্রান্সফর্মার গরম হবে এবং তারাতা‌ড়ি নষ্ট হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ