আপু, সবকিছু রেফারেন্স দ্বারা বলা যায় না । তবে গুনাহ হবার কথা না । কেননা আপনার নিয়ত উনাকে তুই করে বলে অসম্মান করা না । এটা পারিবারিক ব্যপার । তাছাড়া আরবীতে তুই,তুমি,আপনি বলে কিছু নেই । শুধু "আনতা" । এটা দ্বারাই সবকিছু বলা হয় । সেক্ষেত্রে নবীর সাঃ বা সাহাবীদের রাঃ কথাবার্তা কি ভুল ছিল ? তাই নিয়ত টা দেখবেন । ধন্যবাদ ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি আপনার বড় আপুর সাথে ভালো ব্যবহারে কথা বলবেন,, নবী সাঃবলেছেন, যে ব্যাক্তি ছোটদের স্নেহ করেনা বড়দের সন্মান করে না,সৎ কাজে আদেশ করেনা, অসৎ কাজে নিষেধ করে না সে আমাদের দলভুক্ত নয়।**আল হাদিস**তিরমিযি**তিরমিযি বলেছেন হাদিসটি মুনকার।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ