আপনি কোন ভালো শিক্ষকের কাছে প্রাইভেট পড়ুন। কারণ, রসায়ন শুধু মুখস্থ করার পড়া না, বুঝেও পড়তে হয়, আর এর জন্য একজন শিক্ষক প্রয়োজন। আর বিজ্ঞানের সব বিষয় থেকে রসায়ন তুলনামূলকভাবে সহজ। তাই এখনও সময় আছে, ভালোভাবে কিছু শেখার।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি পদার্থের সূত্রসংক্রান্ত ম্যাথগুলো এবং রসায়নের বিক্রিয়ার সমীকরণগুলো বারবার প্রাকটিস করুন। নিজে না বুঝলে হোম টিওটর রাখতে পারেন বাড়িতে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Musafir9

Call

আপনি হ্যান্ডনোট তৈরি করতে পারেন। সেক্ষেত্রে শিক্ষকের হেল্প নিবেন  বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়ার সময় অল্পকিছুক্ষন পড়াশুনা নিয়ে আলোচনা করুন। পদার্থবিজ্ঞান এর সকল সুত্র গুলো চ্যাপ্টার ওয়াইজ একটা খাতায় লিখে রাখবেন।  যেই জিনিস গুলো ভুলে যাবার সম্ভাবনা বেশী , যেমন জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো পেইজে লিখে আপনার পড়ার টেবিলের সামনে লাগান। একটা জিনিস বারবার আপনার চোখে পড়লে সেটা অটোমেটিক আয়ত্ত হবে ইনশাআল্লাহ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

রসায়নে A+ পেতে হলে আপনাকে অবশ্যই সংকেত, রাসায়নিক বিক্রিয়া, যোজনী , পর্যায় সারনির মৌল, প্রতীক পাঃ সংখ্যা, পাঃ ভর ইত্যাদি সব কিছু.ভালো ভাবে জানতে হবে পড়তে হবে চর্চার মাধ্যমে অংক গুলোর সমাধান করতে হবে ভিবিন্ন সূত্র গুলোর ভালো ধারনা রাখতে হবে। পর্দাথ ভালো ভাবে জানতে থিউরী, সূত্র গতি তরঙ্গ শব্দ আলো, বেগ ভর নিউটনের সূত্র ইত্যাদি সব জানতে হবে অংকের সমাধান করতে হবে যত পড়ালেখা করবেন তত A+ পাওয়ার চান্স পাবেন না পড়ে তা পাওয়া কখনো সম্ভব নয় অংক গুলোর সমাধান করতে প্রাইভেট পরুন না হয় কোচিং করতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি বেশী করে প্র্যাকটিস করবেন । রসায়নের ক্ষেত্রে বিক্রিয়াগুলো ভালোভাবে দেখবেন । আর পদার্থের ক্ষেত্রে অংক করার সিষ্টেম টা ভালোভাবে আয়ত্ত করবেন । এছাড়াও, গাইড থাকলে এক্সট্রা সমস্যাগুলো সমাধান করবেন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ