শেয়ার করুন বন্ধুর সাথে
Call

দুই রাকায়াত নামাজের ষাটটি মাসয়ালা সংক্ষেপে তুলে ধরা হলোঃ-


০১.. প্রথমে দুই হাত উঠানো সুন্নাত।

০২.. তাকবিরে তাহরীমা ''আল্লাহু আকবার'' বলা ফরজ।

০৩.. হাত বাঁধা সুন্নাত।

০৪.. সানা পড়া সুন্নাত।

০৫.. তাবুজ ''আউযুবিল্লাহ'' বলা সুন্নাত।

০৬.. তাসমিয়া ''বিসমিল্লাহ'' বলা সুন্নাত।

০৭.. সুরা ফাতিহা পড়া ওয়াজিব।

০৮.. ফাতিহা শেষে আমিন বলা সুন্নাত।

০৯.. সুরার শুরুতে ''বিসমিল্লাহ'' বলা মুস্তাহাব।

১০.. সুরা মিলানো ওয়াজিব।

১১.. কেরায়াত পড়া ফরজ।


১২.. প্রথম রুকুতে যেতে ''আল্লাহু আকবার'' বলা সুন্নাত।

১৩.. রুকু করা ফরজ।

১৪.. রুকুতে গিয়ে এক তাসবীহ পরিমাণ দেরী করা ওয়াজিব।

১৫.. রুকুর তাসবীহ তিন বার পড়া সুন্নাত।

১৬.. রুকু থেকে উঠিবার সময় ''সামিয়াল্লাহ হুলিমান হামিদাহ'' বলা সুন্নাত।

১৭.. রুকু থেকে সোজা খাড়া হয়ে দেরী করা ওয়াজিব।

১৮.. এরপর ''হামদান কাছিরান'' পড়া মুস্তাহাব।


১৯.. প্রথম সিজদায় যেতে ''আল্লাহু আকবার'' বলা সুন্নাত।

২০.. সিজদা করা ফরজ।

২১.. সিজদায় গিয়ে এক তাসবীহ পরিমাণ দেরী করা ওয়াজিব।

২২.. সিজদার তাসবীহ তিন বার পড়া সুন্নাত।

২৩.. সিজদা হতে উঠিবার সময় ''আল্লাহু আকবার'' বলা সুন্নাত।

২৪.. সিজদা হতে সোজা হয়ে বসে দেরী করা ওয়াজিব।

২৫.. বসার পরে ''রব্বিগফিরলি'' এই দোয়া পড়া মুস্তাহাব।


২৬.. ২য় সিজদায় যেতে ''আল্লাহু আকবার'' বলা সুন্নাত।

২৭.. সিজদা করা ফরজ।

২৮.. সিজদায় গিয়ে এক তাসবীহ পরিমাণ দেরী করা ওয়াজিব।

২৯.. সিজদার তাসবীহ তিন বার পড়া সুন্নাত।

৩০.. সিজদা হতে উঠিবার সময় ''আল্লাহু আকবার'' বলা সুন্নাত।

৩১.. সিজদা হতে খাড়া হওয়া ওয়াজিব।

৩২.. ফরজ নামাজ দাড়িয়ে পড়া ফরজ।


২য় রাকাত।


৩৩.. হাত বাঁধা সুন্নাত।

৩৪.. তাবুজ ''আউযুবিল্লাহ'' বলা সুন্নাত।

৩৫.. তাসমিয়া ''বিসমিল্লাহ'' বলা সুন্নাত।

৩৬.. সুরা ফাতিহা পড়া ওয়াজিব।

৩৭.. ফাতিহা শেষে আমিন বলা সুন্নাত।

৩৮.. সুরার শুরুতে ''বিসমিল্লাহ'' বলা মুস্তাহাব।

৩৯.. সুরা মিলানো ওয়াজিব।

৪০.. কেরায়াত পড়া ফরজ।



৪১.. রুকুতে যেতে ''আল্লাহু আকবার'' বলা সুন্নাত।

৪২.. রুকু করা ফরজ।

৪৩.. রুকুতে গিয়ে এক তাসবীহ পরিমাণ দেরী করা ওয়াজিব।

৪৪.. রুকুর তাসবীহ তিন বার পড়া সুন্নাত।

৪৫.. রুকু থেকে উঠিবার সময় ''সামিয়াল্লাহ হুলিমান হামিদাহ'' বলা সুন্নাত।

৪৬.. রুকু থেকে সোজা খাড়া হয়ে দেরী করা ওয়াজিব।

৪৭.. এরপর ''হামদান কাছিরান'' পড়া মুস্তাহাব।


৪৮.. সিজদায় যেতে ''আল্লাহু আকবার'' বলা সুন্নাত।

৪৯.. সিজদা করা ফরজ।

৫০.. সিজদায় গিয়ে এক তাসবীহ পরিমাণ দেরী করা ওয়াজিব।

৫১.. সিজদার তাসবীহ তিন বার পড়া সুন্নাত।

৫২.. সিজদা হতে উঠিবার সময় ''আল্লাহু আকবার'' বলা সুন্নাত।

৫৩.. সিজদা হতে সোজা হয়ে বসে দেরী করা ওয়াজিব।

৫৪.. বসার পরে ''রব্বিগফিরলি'' এই দোয়া পড়া মুস্তাহাব।

৫৫.. সিজদা হতে সোজা হয়ে বসা সুন্নাত।


৫৬.. আখেরি বৈঠক করা ফরজ।

৫৭.. তাশাহুদ পড়া ওয়াজিব।

৫৮.. দরুদ শরীফ পড়া সুন্নাত।

৫৯.. দোয়া মাসুরা পড়া সুন্নাত।

৬০.. সালাম দিয়ে নামাজ শেষ করা ওয়াজিব।


[বিঃ দ্রঃ ২য় রাকাতে আংশিক কিছু ভুল হতে পারে]


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ