ফরজ নামাজে সূরা ফাতেহা শেষে আমীন বলা যায় না এ কথা গ্রহণযোগ্য নয়। বরং নামাজে সূরা ফাতেহা শেষে আমীন বলা সুন্নাত। তবে সেটা নীরবে হবে না সরবে হবে এ নিয়ে বিতর্ক আছে। তবে সরবে বলার চেয়ে নীরবে বলাই শ্রেয়। সরবে বললেও সুন্নাত আদায় হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ফরজ নামাজে সূরা ফাতিহার শেষে আমিন বলা যায় না কথাটি এভাবে বললে ভুল হবে। কেননা নামাজের সুন্নাতে মুয়াক্কাদা হল এমন কার্যাবলি যা ছাড়লে নামাজ বাতিল হয়না, কিন্তু বিনা কারনে ছাড়লে নামাজ মাকরুহ হয়। তবে কারন-বশত নিম্নের কার্যাবলিগুলি ছাড়া যায়। (১) সানা পড়া। (২) আউযু বিল্লাহি মিনা শাইতনির রজিম পড়া। (৩) বিসমিল্লাহির রহমানির রহিম পড়া। (৪) সুরা ফাতেহার শেষে আমিন বলা। (৫) রুকুর তাকবির বলা। (৬) রুকুর তাসবিহ পড়া। (৭) রুকু থেকে উঠে সামিয়াল্লাহুলি মান হামিদা বলা। (৮) সেজদার তাকবির বলা। (৯) সিজদার তাসবিহ পড়া।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ