Call

এটার পৃষ্টটান ধর্ম এবং সান্দ্রতা ধর্ম পানির থেকে বেশি থাকাই লিখার সময় ফোটাই ফোটাই পরে যায় না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আসলে কলমের নিবের কাছে খুবই ছোট একটা বল থাকে। সেই বলটা যখন রোল করে তখন এক পাশে কালি লেগে সেটা সামনে আসে এবং কালিটা বের হয়। এমনি সময় রোল করে না বলে পড়ে না। আবার এক জায়গায় রোল করে কখনো দাঁড়ায় না তাই একসাথে অনেক কালিও পড়তে পারে না। কখনো বলে ছিদ্র হলে তখন বেশি বেশি কালি পড়তে থাকে। 

ব্যাপারটা কিছুটা ডিওডরেন্টের বোতলের মত। একটা ছবি দিলে বুঝবেন। 

image

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

লিখতে লিখতে কলমের সব কালি পড়ে যেত পারত আপনার ভাবনা টা সঠিক কিন্তু পড়েনা এর কারন হল এর ঘনত্ব এবং কলমের বল এর বাধা এ বল (কলমের লিপ এ থাকে) যদি অপসারন করা যায় তাহলে কলমের সব কালি ফোটায় ফোঁটায় পড়া সম্ভব ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
SChoolWab

Call

বিষয়টি নিজে নিজে ভালো ভাবে বুঝতে সাধারণ বলপেন দিয়ে কলমের নিব উপর দিকে রেখে কিছুক্ষণ লিখুন। কিছুক্ষণ পরে এটাতে কালি থাকা সত্বেও এটা আর লিখবে না। জেলপেন এর ক্ষেত্রে বিষয়টি সম্পুর্ন আলাদা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ