না জেনে উত্তর দেয়া থেকে বিরত থাকুন। ধন্যবাদ
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

লোম ফেলে দেয়া সুন্নাত। তবে দুই জায়গায়র লোম ফেলে দেয়া হারাম। তা দাড়ি আর ভ্রু। হাদিসে বুকের লোম ফেলা না ফেলার ব্যাপারে কোনো নির্দেশনা নেই। আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাঁচ প্রকার কাজ ফিতরাতের (স্বভাব ধর্মের) অন্তর্গত। (১) নাভীর নীচের লোম কেটে ফেলা। (২) খৎনাহ্ করা। (৩) গোঁফ কাটা। (৪) বগলের চুল উপড়িয়ে ফেলা, এবং। (৫) নখ কাটা। সূনান আত তিরমিজী হাদিস নম্বরঃ- ২৭৫৬ হাদিসের মানঃ সহিহ। আল্লাহ ভ্রুতে লোম দিয়েছেন ধুলাবালি থেকে চোখকে হেফাযত করার জন্য। ছেলেদের বুকে লোম হলে যে কি হয়? তা আল্লাহ তায়ালা-ই ভাল যানেন। আর বুকের লোম কাটলে নাকি গোনাহ্ হয়? বুকের লোম কাটা না কাটা ব্যাপারে কোন সহিহ হাদিস নেই। যেহেতু বুকের লোম বাড়েনা তাই না কাটাই উত্তম। একজন জ্ঞানহীন লোক হয়ে উত্তর দিলাম। ভুল হলে ক্ষমা চাই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ