Call

একজন মানুষের বত্রিশটি দাঁত পুরন হতেই এই আক্কেল দাঁত ওঠে।


সাধারণত উপর ও নিচের পাটির শেষ দিকে ডান ও বাম পাশে মোট দুইটি করে চারটি আক্কেল দাঁত থাকে। এগুলো সাধারনত সতের থেকে চব্বিস বছর বয়সের মধ্যে উঠে থাকে।

এই দাঁতটি উঠলে ছেলেদের আক্কেল বাড়ে এটি একটি প্রচলিত ভুল কথা।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

কৈশোর উত্তীর্ণ হওয়ার পর যে দাঁত উঠে বা পরিণত বয়সে উঠা দাঁতকে আক্কেল দাঁত বা Wisdom Tooth বলে। বয়স বাড়ার সাথে সাথে যেমন মানুষের অভিজ্ঞতা, বুদ্ধি ও জ্ঞান বাড়ে, ঠিক তেমনি বয়স বাড়ার সাথে সাথে মানুষের কিছু দাঁত উঠে। শেষের দিকে মানুষের যে দাঁতগুলো উঠে, সেগুলোকে আক্কেল দাঁত বলা হয়। আক্কেল অর্থ বুদ্ধি, বিবেচনা, কান্ডজ্ঞান, ভালো-মন্দ বোঝার ক্ষমতা। প্রকৃতপক্ষে বয়স বাড়ার সাথে সাথে মানুষ প্রকৃতি ও পরিবেশ থেকে অনেককিছু শিখে, ভালো-মন্দ বোঝার ক্ষমতা লাভ করে, ফলে অভিজ্ঞতা বা জ্ঞান বাড়ে। কিন্তু আক্কেল দাঁতের কারণে মানুষের অভিজ্ঞতা বা জ্ঞান বাড়ে না। ধন‍্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ