শেয়ার করুন বন্ধুর সাথে
biggan

Call

"কুরআন" শব্দটি "কারউন" শব্দমূল হতে আগত। "কারউন" অর্থ পড়া বা পাঠ করা। অতএব, কুরআন শব্দের অর্থ পঠিত। প্রত্যেক দিনই বিশ্বের লক্ষ-কোটি মুসলমান এ গ্রন্থ তিলাওয়াত করে থাকে। এ কারণে আল কুরআন কে কুরআন বলা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

কোরআন অর্থ পঠিত বা পাঠ করা।এই বইটি পৃথিবীতে সবচেয়ে বেশি পাঠ করা হয়।এজন্য এর নাম কোরআন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

 আবদুল্লাহ ইবনুূু হাশিম আল আবদী (রহঃ) আনাস ইবনুূু মালিক (রাঃ) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কাছে কোন প্রশ্ন করতে কুরআন মজীদে আমাদের নিষেধ করা হয়েছিল। তারপর তিনি হাদীসটির বাকি অংশ (উল্লেখিত হাদীসের) অনুরুপ বর্ণনা করেন।  পবিত্র কোরআন মহান আল্লাহ্‌ কতৃক প্রেরিত তাই আল্লাহ্‌ই ভাল জানেন আল কুরআন কে কুরআন বলা হয় কেন?

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ