midzoshim58

Call

জিকোন নামাজ সমর ধুই রাকাত ফেলা আত্যাহিতার শুধু পড়া যাবে। দুরদ মাছুরা পড়া যাবে নাই

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

নাহ আপনি চার/ তিন রাকাআতের ক্ষেতে আপনি ২য় বৈঠকে শুধু তাশাহুদ পড়ে আবার দাড়াতে হবে।।। শেষ বৈঠকে আপনি সবগুলো পড়বেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

না। তাশাহুদ ব্যতিত ঐ সময় কিছুই পড়া যাবে না। বরং পড়া একেবারে নিষিদ্ধ। ইচ্ছাকৃতভাবে পড়লে নামায বাতিল হয়ে যাবে। সাহু সেজদা দিলেও নামায হবে না। আর ভুলকৃত পড়লে সাহু সেজদা ‍দিলে নামায ঠিক হয়ে যাবে। হাদিসে এর দলিল খুজে পাওয়া সম্ভন নয়। কেননা দু রাকাত নামায পরিপূর্ণভাবে ১০ টি হাদিসের কিতাব দ্বারাও প্রমান করা সম্ভব হয় না। ইসলামে বহু বিষয় আছে যেগুলো আমালের সাথে মুতাওয়াতির। এর কোন দলিল নেই। তার দলিল হলো উম্মতের ধারাবাহিকতার সাথে আমাল। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

যুহায়র ইবনু হারব (রহঃ) আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ আখেরী বৈঠক তাশাহুদ শেষ করবে, তখন আল্লাহর নিকট চারটি জিনিস থেকে আশ্রয় চাইবে। জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, জীবন-মরণের ফিতনা থেকে এবং মাসীহ দাজ্জালের অনিষ্ট থেকে। সহীহ মুসলিম (ইফাঃ) হাদিস নম্বরঃ ১২০৪ হাদিসের মানঃ সহিহ। তাই আপনি যে কোনো চার অথবা তিন রাকাত নামাযের সময় প্রথম দু রাকাতের সময় বসে শুধু আত্তাহিয়্যাতু পড়ুন। এবং শেষ বৈঠকে দরুদ শরিফ ও দোয়া মাছুরা পড়ুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ