বিভ্রান্তিতে আছি মূলত শবে বরাত কত তারিখে হচ্ছে........!? যেহেতু আমি বর্তমানে হায়েজ/ মেন্স এর আক্রান্ত সেহেতু শবে বরাত এর রোজা/ নামায কোন টাই করতে পারবো না মনে হয় কিন্ত শবে বরাত রাতে আমি নামায,কোরান পড়া বাদে আর কি করে মহান আল্লাহ্‌ কে খুশি করতে পারি.....!???
শেয়ার করুন বন্ধুর সাথে

আপনি এই অবস্থায় আপনি যিকির করতে পারেন! কোর'আন শরীফ পড়তে পারেন! আপনার কোর"আন তেলওয়াত  করতে পারেন!শুধু ধরবেননা! যা মুখস্ত তা পড়তে পারেন!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

শবে বরাতের রাতে যা করনীয় তা হল নফল নাময,জিকির,কুর আন তিলাওয়াত,দরুদ পাঠ ,তাসবিহ পাঠ করা। আপনি যে সমস্যায় আছেন তাতে করে আপনি আপনার মুখস্থ থাকা কুর আনের আয়াত,তাসবিহ পাঠ,দরুদ পাঠ করতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আরবী শা'বান মাসের ১৫ তারিখে পালিত একটি পূণ্যময় রাত শবে বরাত । লাইলাতুল বরাত আগামী ২ তারিখে। আপনি এই অবস্হায় বেশি বেশি জিকির ইস্তেগফার করুন। আপনার মুখস্থ কিছু সুরা, দরুদ পাঠ করুন। আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

হায়েয তথা মাসিক অবস্থায় নারীদের জন্য সালাত, রোজা, কোরআন স্পর্শ করা, মুখস্ত বা দেখে দেখে উভয়ভাবে কোরআন তেলাওয়াত করা এবং তাওয়াফ করা হারাম। সুতরাং, আপনি শবে বরাতের দিনে দো'য়া, জিকির-তাসবীহ ও দান সদকা করে আল্লাহ তায়ালার ইবাদতি করতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ