শেয়ার করুন বন্ধুর সাথে
Ishitaafrin

Call

শব-ই-মিরাজ হলো আজ রাতে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

হুম আজকে সূর্যাস্তের পরেই শবেই মিরাজ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

মেরাজের তারিখ সর্ম্পকে বিদ্বানগনের ৬ টি মতভেদ রয়েছে। ১। ১ম নববী বর্ষে ২। ৫ম নববী বর্ষে ৩। ১০ নববী বর্ষের ২৭ শে রজব ৪। ১২ নববী বর্ষের রমযানে ৫। ১৩ নববী বর্ষের মুহারমে ৬। ১৩ নববী বর্ষের রবিউল আউয়ালে। এই ৬টির মধ্যে প্রথম ৩টি গ্রহণযোগ্য নয়। যদিও ৩য়টি উপমহাদেশে প্রচলিত। কারণ, এই ব্যাপারে সকল বিদ্বানগন একমত যে হযরত খাদিজার (রা) মৃত্যুর পর ৫ ওয়াক্ত সালাত ফরজ হয়। আর খাদিজার মৃত্যু হয় ১০ নববী বর্ষের রমযানে। তাহলে প্রথম ৩টি মতামত বাতিল হয়ে গেল। আর বাকি তিনটার মধ্যে মতামতের মধ্যে ১৩ নববী বর্ষের যেকোন এক রাতে হয়েছিল বলে একপ্রকার নিশ্চিতভাবে বলা যায়। এ উপলক্ষে কোনরূপ অনুষ্ঠান পালন করার দলীল নেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ