উত্তর অনুমোদ কেন পায় এবং কেন পায়না তা নিচে দেয়া হল:-


 ◆ আপনি উত্তর দেয়ার ক্ষেত্রে বিষ্ময়ের নীতিমালা অনুসরণ করেছেন কিনা । না করে থাকলে উত্তর অনুমোদন পাবে না । 
◆ আপনার উত্তর প্রদানের পূর্বেই সঠিক উত্তর আছে কিনা । যদি থাকে তবে অনুমোদন পাবে না। 
◆ সঠিক উত্তর থাকা সত্ত্বেও যদি আপনার উত্তরটি আগের উত্তরের চাইতে বেশী তথ্যবহুল হয়, সেক্ষেত্রেও আপনার উত্তর অনুমোদন পাবে । 
◆ আপনার উত্তরটি প্রশ্নকারীর প্রশ্নের সাথে সামঞ্জস্য পূর্ন কিনা, বা আপনার উত্তর দ্বারা প্রশ্নকর্তার আদৌ কোন উপকার হবে কিনা । যদি থাকে তবে অনুমোদন পাবে, অন্যথায় পাবে না । 


আর উত্তর অনুমোদন পেলে কি না তা দেখতে আপনার প্রোফাইলে যান এবং আপনার পয়েন্ট দেখুন। প্রতি প্রশ্নের অনুমোদিত সঠিক উত্তরের বিনিময়ে আপনি পাবেন 3 পয়েন্ট যা আপনার মূল পয়েন্টের সাথে যোগ হবে । এছাড়াও আপনি আপনার প্রোফাইলে গিয়ে All Answers এ ক্লিক করেও দেখতে পারবেন যে, আপনার উত্তর অনুমোদন পেয়েছে কিনা ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Naimsdq

Call

আপনার পয়েন্ট ১০০ এর বেশি হলেই কেবল বাধাহীন ভাবে উত্তর উত্তর দিতে পারবেন। তবে কিছু কিছু বিভাগ ব্যতীত আপনি সকল বিভাগে উত্তর দিতে পারবেন।   তাই সঠিক উত্তর দিয়ে পয়েন্ট অর্জন করুন।  আপনি একটি উত্তরের জন্য ৩ পয়েন্ট করে পাবেন। এবং একটি প্রশ্ন করলে ১ পয়েন্ট কেটে নেওয়া হবে।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ