Tanima

Call

আপনি যদি আগে অনেকদিন ধরে ঘুমের ওষুধ খেয়ে থাকেন তাহলে disopan 2 খেতে পারেন ৷কিন্তু প্রথম অবস্থায় খাওয়া যাবেনা৷এক্ষেত্রে আপনি disopan .5 খেতে পারেন৷আর সাইড ইফেক্ট হিসেবে পরবর্তীতে আপনার ওষুধ ছাড়া ঘুম আসবে না৷আর অনেকদিন ধরে ব্যবহার করা যাবে না৷শ্বাসজনিত সমস্যা এবং চোখে কোন সমস্যা থাকলে ব্যবহার করা যাবে না৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ঘুমের ঔষধ বেশী দিন সেবন করলে বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। যেমন অলসতা ভাব,, মাথা ঘুরা,, দূর্বলতা অনূভাব করা,, মেজাজ খিটখিটে সহ আরো অনেক সমস্য দেখা দিতে পারে।তাই রেজিঃ ডাক্তারের বিনা পরমর্শে ঔষধ গ্রহণ করবেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

বয়স কত? 

ডাক্তারের পরামর্শ ছাড়া কখনই কোন ঘুমের ওষুধ খাবেন না।

যদি একদিন খেতে চান তাহলে এটির  তথা Disopan 0.5 mg খাবেন।

এক দিনে কখনই ১.৫ মিলিগ্রাম এর বেশী খাওয়া খাওয়া যাবে না।


এর পার্শপ্রতিক্রিয়া হলোঃ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ডিপ্রেশন, ঘুমঘুম ভাব, অবসাদগ্রস্ততা প্রভৃতি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ