শেয়ার করুন বন্ধুর সাথে

উলঙ্গ হয়েও ফরজ গোসল করা গেলেও এটা অনুচিত কাজ। আর এটা নির্জনতায় হতে হবে। যেমন, বাথরুমে- যেখানে কেউ দেখতে পাবে না। তবে উলঙ্গ হয়ে গোসল করা অনুত্তম। কারণ, কোনো মানুষ আপনাকে দেখতে না পেলেও আল্লাহ তা'লা, ফেরেশতা এবং জিনেরা দেখতে পায়। এক হাদিসে এসেছে যে, মুয়াবিয়া বিন হাইদা হতে বর্ণিত। একদা রাসূল সা. বলেছেন যে, তুমি তোমার বিবি ও তোমার দাসী ছাড়া অপরের নিকট হতে তোমার লজ্জাস্থানকে সর্বদা রক্ষা কর (অর্থাৎ ঢেকে রাখবে)। আমি বললাম-“ইয়া রাসূলাল্লাহ! বলুন! যদি কোন ব্যক্তি নির্জনে একাকী থাকে! (তখনও কি তা ঢেকে রাখতে হবে? প্রয়োজন ছাড়া খোলা নিষিদ্ধ?) তিনি বললেন (হ্যাঁ) আল্লাহ তায়ালাকে অধিক লজ্জা করা উচিত। [জামে তিরমিজী, হাদীস নং-২৭৬৯]

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ