নামাজ পড়া যাবে?
শেয়ার করুন বন্ধুর সাথে

শরীয়তের পরিভাষায় প্রস্রাবের আগে পরে যে আঠালো বা তরল ঘোলাটে পদার্থ বের হয় তাকে "ওদী"বলে। আর কামুত্তেজনার সাথে সুখানুভতি ছাড়া যে পদার্থ বের হয়,যা বের হওয়ার পরও লিঙ্গ শিথিল হয়না তাকে "মজি" বলে।মজি বা ওদী বের হলে গোসল ফরজ হয়না।শুধু মাত্র কামুত্তেজনার সাথে সুখানুভতি সহ যে পদার্থ বের হয় এবং এর পর আর উত্তেজনা থাকেনা শরীয়তে তাকে" মনি "বলে।আর এ মনি বের হলেই গোসল ফরজ হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

না, গোছল ফরজ হবেনা, কারণ বীর্যপাত উত্তেজনার সাথে হয়নি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ