Call

প্রসাবের পর ফোটা ফোটা প্রসাব হওয়া পুরুষদের জন্য খুবই স্বাভাবিক বিষয়। কারণ, পুরুষের প্রসাব নালী এমন ভাবে তৈরি যে, একবারেই সম্পূর্ণ প্রসাব নির্গত হয়না। মূত্রথলি থেকে প্রসাব বাইরে আসা প্রসাব প্যাচে প্যাচে গড়িয়ে পড়ে। এজন্য একটু সময় নিয়ে প্রসাব করা উচিৎ। আর আপনার দ্বিতীয় সমস্যা বারবার বেগ পায়। এরকারণ , আপনি একবারে ভালোভাবে প্রসাব শেষ না করে উঠে পড়েন। প্রতমেই বলেছি সময় নিয়ে প্রসাব করতে হবে। আর বারবার প্রসাবের বেগ পায় এবং আপনি সম্ভবত চাপ আটকিয়ে রাখেন । তাই পেটের নিচে ব্যাথা করে। আপনি সময় নিয়ে প্রসাব করুন। এবং প্রসাবের শেষ ফোটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। দেখবেন সমস্যা সমাধান হয়ে গেছে।

এই সমস্যা কি কোনো রোগের কারন?

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
আপনি হোমিওপ্যাথিক ঔষধ
১।রুটা গ্রাব,
২।ক্যান্থারিস,
৩।ডিপি ইউরিলেড(ডীপলেড ফার্মাকো)
নিয়মিত ১-২মাস ব্যবহার করুন,আপনার সমস্যা সমাধান হয়ে যাবে-ইনশাহআল্লাহ্।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ