সহবাস কালে পরিহিত পোশাকে যদি কোন স্হানে বীর্য লাগে তবে তা নাপাক-স্থানটি ধুয়ে ফেললেই পাক হবে ।
আর সহবাসের পর শুকনো কোন কাপড় পড়লে যাতে বীর্য লাগেনি তা ও পাক।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

সহবাসের সময় বা পরে যদি কাপড়ে কোনো ধরণের নাপাকি লেগে থাকে, তাহলে তা নাপাক হবে এবং তা দ্বারা নামায আদায় করা যাবে না। আর, যদি উভয় অবস্থায় বা যে কোনো এক অবস্থায়, কাপড়ে নাপাকি না লাগে, তাহলে কাপড় নাপাক হবে না এবং এটি পড়ে নামায আদায় করা যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

সেটি নির্ভর করছে আপনার কাপড়ে বির্য পড়েছে কী পড়েনি তার উপর । যদি বির্য কাপড়ে না লাগে তাহলে নাপাক হবে না অন্যথায় নাপাক হবে । যদি আপনার কাপড়ে অসাবধানতার কারনে বির্য লেগে যায় আর আপনি যদি বুঝতে না পারেন এই কারনে ঐ কাপড় পরিধান করে নামাজ পড়া, কোরান তিলাওয়াত করা উচিৎ হবে না । ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Hasankic

Call

আসলে আমি কোথাও দেখি নাই কাপড়ে বীর্য লাগলে কাপড় ননাপাক হয়ে যায়।বরং দেখি যে, বীর্য বের হলে নিজে নাপাক হয়ে হয়ে যায় কিন্তু পরিহিত কাপড় নয়। 

তাছাড়া এই উত্তরটা দেখুনঃ

 বীর্য পবিত্র। জ্যেষ্ঠ তাবেঈ হুমাম বিন হারেছ একদিন আয়েশা (রাঃ)-এর মেহমান হন। এমতাবস্থায় সকালে তিনি কাপড় ধুতে থাকলে আয়েশা (রাঃ)-এর দাসী সেটা দেখেন এবং তাঁকে সেটা অবহিত করেন।  তখন আয়েশা (রাঃ) বললেন, তার জন্য এতটুকুই যথেষ্ট ছিল যে, সে বীর্য দেখলে কেবলমাত্র সে স্থানটি ধুয়ে ফেলবে। আর না দেখা গেলে স্থানটিতে কেবল পানি ছিটিয়ে দিবে। কেননা আমি রাসূল (ছাঃ)-এর কাপড় থেকে শুকনো বীর্য ঘষা দিয়ে তুলে ফেলেছি এবং তিনি সেই কাপড়েই ছালাত আদায় করেছেন’ (আবুদাঊদ হা/৩৭১, মুসলিম হা/২৮৮, ‘বীর্য সম্পর্কীয় বিধান’ অনুচ্ছেদ)। তাছাড়া স্বপ্নদোষে নাপাক অবস্থায় পানি না পেলে কেবল তায়াম্মুমের মাধ্যমে ছালাত আদায় করা জায়েয (বুখারী, মুসলিম, মিশকাত হা/৫২৭-২৮)। অতএব বীর্য পবিত্র। তবে ময়লা ছাফ করার স্বার্থে তা পরিষ্কার করা আবশ্যক (লাজনা দায়েমা ৫/৩৮১)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ