সহবাসের পর গোসল ফরজ হয়ে যায়, তাই গোসল করতে হবে । গোসলের সময় গোসলের ফরজ আদায় এবং অযুর নিয়ত করলে পরবর্তীতে আর অযু করতে হবে না ॥

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

গোসল করতেই হবে।যদি পানি থাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

পানি থাকলে গোসল করবেন.না থাকলে তায়াম্মুম করবেন,অযু করা লাগবেনা,যদি অযু করেন গোসলের আগে তা হলে সুন্নত আদায় হবে!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

গোসলের ফরজ ৩ টি যথাঃ- ১) গড়গড়া সহ খুব ভালোভাবে কুলি করা ২) নাকের নরম যায়গা পর্যন্ত পানি পৌঁছানো এবং ৩) সমস্ত শরীর খুব ভালভাবে ধৌত করা যেন একটা পশমের গোড়াতে পানি পৌঁছানো বাকি না থাকে (কোন স্থান কেটে গেলে বা ব্যান্ডেজ থাকলে সেটার উপর দিয়ে ভেজা হাত বুলিয়ে নিলেই হবে) । আর এই তিনটি শর্তের কোন একটিও যদি বাদ থেকে যায় তাহলে আপনি অপবিত্রই থেকে যাবেন। 


গোসলের আগে বিসমিল্লাহ্‌ বলে দুই হাতের কবজি পর্যন্ত ধোয়া সুন্নাত। এরপর কাপড়ে বা শরীরের যেই যায়গায় বীর্য লেগে আছে সেখানে পরিষ্কার করে এরপর ফরজ গসলের তিনটি ধাপ পূরণ করা। 

শুধুমাত্র গোসলের ৩টি ফরজ আদায় করে নিলে আপনাকে আর নতুন করে ওযু করতে হবেনা। তবে, গোসলের আগেই পবিত্র হওয়ার নিয়ত করে ওযু করে এরপর গোসল করে নেয়া উত্তম। আবার আপনি চাইলে গোসলের পরেও ওযু করতে পারবেন, না চাইলে না। বারবার পবিত্রতা অর্জন করাও সওয়াবের কাজ।

গোসলের ফরজ আদায় না হলে নামাজ হবেনা। আপনি শুধুমাত্র ওযু করে নামাজ পড়তে পারবেন না। আপনাকে সমস্ত শরীর ধুতে হবে অর্থাৎ প্রত্যেকটি পশমের গোড়ায় পানি পৌঁছাতে হবে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ