আমার কি কোনো problem হবে ...আর ডামবেল ও 25 কেজি ওজন ....আমায় কি খাবার খেতে  হবে বলেন plasce  ......যার  experience আছে সেই উত্তর দিবেন
শেয়ার করুন বন্ধুর সাথে

বয়সের তুলনায় বেশি ভারী জিম করা উচিত নয়। এতে শরীরের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। কোনো কোনো ক্ষেত্রে মারাত্নক সমস্যা হতে পারে। তাই এখন হালকা জিম করাই ভালো। জিম করলে নিয়মিত ছোলা, ডিম, কলা, পানি ও বিভিন্ন পুষ্টিকর খাবার খেতে হবে। জিম শুরুর আগে ও পরে খাবার খেতে হবে। শরীর রোগা হলে জিম না করাই ভালো।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

এত কম বয়সে জিম করা ঠিনা|তবে যদি জিম করতে চান তাহলে কম ওজনের জিনিস দিয়ে করবেন|যদি বারি জিনিস ধিয়ে জিম করেন তাহলে শরীরের ক্ষতি হবে|এমনি এতে হাতের রগ ও জোরার ক্ষতি হতে পারে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

বয়ষের তুলনাই আপনার জিম করা উচিত নয়

কারন জিম করলে শরীরের অতিরিক্ত মাংস গুলা 

বসে যায়

আপনার বয়ষ কম

তবুও আপনি জিম কররেন

হাল্কা জিনিস গুলা তুলবেন

বেশি চাপ নিবেন না 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ