Jamiar

Call

আপনি বললেন আঠারো বছরের নিচে মেয়েদের মাসিক অনিয়মিত হয় কেন?

এর কারন হরমোন। তবে শুধু ১৮ বছরের নিচেই নয় ২০/২১ বছরের নিচে কুমারী মেয়েদের পিরিয়ড অনিয়মিত ভাবে হতে পারে।

এক আপু শত চিকিৎসার পরেও তা নিয়মিত করতে পারে নি তাও গাইনি চিকিৎসক ওনার ২১+ বয়স হওয়ার জন্য অপেক্ষা করতে বলেছেন এবং বিয়ে করতে বলেছেন তাহলে পিরিয়ড ওনার নিয়মিত ভাবে হবে।

আসলে অনেকের ক্ষেত্রে এমন হয় যে কুমারী থাকা কালিন পিরিয়ড অনিয়মিতভাবে হয় কিন্তু যখন বিয়ে করে তখন মিলনের কারনে পিরিয়ড নিয়মিত হতে থাকে পরবর্তীতে আসলে এটি মুলত হরমোন দ্বায়ী।  এ নিয়ে দুশ্চিন্তা করবেন না।  নিয়ম মত চলেফিরে করুন একজন গাইনি চিকিৎসক এর কাছে চিকিৎসা নিন হয়তো আপনার ক্ষেত্রে ভালো হওয়ার আশঙ্কা রয়েছে। কাজেই  লজ্জ্বা করবেন না অবহেলা করবেন না । আপনার আম্মুকে বা ভাবিদের বিষয় টি জানান প্লিজ।

আপু একটা কথা মনে রাখবেন বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডের ঝামেলা,সাদা স্রাব,অনিয়মিত পিরিয়ড, কালো পিরিয়ডের রক্ত বিভিন্য রকমের গোপন সংক্রান্ত সমস্যা গুলো কখনোই অবহেলা করা উচিৎ নয়। তাই যত সম্ভব চিকিৎসা ও সেবা নিন সুস্থ্য থাকুন।

আশা করি পরবর্তী সমস্য গুলো আমাদের জানিয় দিবেন চেস্টা করবো সঠিক পরামর্শ দিতে।

ধন্যবাদ। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ