মাসিক বন্ধ হওয়ার কারণ কি, সেটা আগে জানতে হবে। যেহেতু আপনি কোন কিছু উল্লেখ করেন নি। তাই মাসিক স্বাভাবিক হওয়ার সমাধানও দেয়া যাচ্ছে না। *যদি মাসিক অনিয়মিত হয়ে থাকে, তাহলে আপনার স্ত্রীকে গাইনী ডাক্তারের কাছে নিয়ে যান। প্রয়োজনে, তিনি প্রেগন্যান্ট কি না সেটারও টেষ্ট করিয়ে নিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jamiar

Call

  কিছু কারন বসত মাসিক  মিস হতে পারে তার মধ্যে

  1. গর্ভবতী হলে মাসিক মিস হবে  
  2. অনিয়মিত মাসিক হলে ২/৩ মাস মাসিক  মিস হতে পারে । 
     আপনার স্ত্রীর মাসিকের নির্দিষ্ট সময় হতে মাসিক বন্ধের ১৮/২০ দিন পর  প্রেগন্যান্সি টেস্ট করুন  যদি রেজাল্ট পজেটিভ আসে তাহলে গর্ভবতী বলে বিবেচিত হবে। যদি  সে  গর্ভবতী  হয় তাহলে মাসিক কিভাবে স্বাভাবিক হবে সেটার জন্য গাইনি  ডাক্তারের পরামর্শ নিবেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ