Call

না। ফেসবুক লাইট চালায় তে হলে নেট কানেকশন এবং এমবি লাগবে।  ধন্যবাদ 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
BisnuRay

Call

হ্যা ফ্রি মোডে চালানো যায় । আমি জিপি এবং বাংলালিংক দিয়ে ফ্রি চালাই ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

হ্যাঁ ফেসবুক লাইট দিয়ে ফ্রি মোডে চালান যায়। তার জন্য আপনাকে প্রথম ডাটা দিয়ে অ্যাপটি চালু করে। ফ্রি মোড করে নিতে হবে। তার পর ডাটা না থাকলেও চলবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

হ্যাঁ চালানো যায়। আমি এখন ফ্রি মোডে চালাচ্ছি। কিন্তু কখনো কখনো ওপেন হয়না। পরবর্তীতে রিফ্রেশ দিলো আবার ওপেন হয়। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আমি বিস্ময়, ফেইসবুক এবং মেসেঞ্জার এই তিনটি সবসময়ই ফ্রীতে চালাই। যেভাবে এই তিনটি ফ্রীতে চালাবেন। আপনার ফোনে Free Basics, Facebook/Facebook Lite, Messenger/Messenger Lite, Browser/Chrome ডাউনলোড করুন। আর যদি আগে থেকে ডাউনলোড করা থাকে, তাহলে Uninstalled করে পুনরায় ডাউনলোড করুন। অথবা, ফোনের Settings এর Storage & USB তে গিয়ে এই Apps গুলোর Clear Data করুন। এবার Free Basics এপে ঢুকে 'Bissoy Answers' যোগ করে ফ্রী 'বিস্ময়' ব‍্যবহার করুন। এবার যেভাবে ফেইসবুক/ফেইসবুক লাইট এবং মেসেঞ্জার/মেসেঞ্জার লাইট ফ্রীতে ব‍্যবহার করবেন। প্রথমে ব্রাউজার বা ক্রোম দিয়ে https://free.facebook.com এই সাইটে ঢুকুন। তারপর Free mode এ ক্লিক করে আপনার ফেইসবুক আইডিতে প্রবেশ করুন। এটাকে বলে ব্রাউজার দিয়ে ওয়েবসাইট থেকে ফ্রীতে ফেইসবুক চালানো। এবার আপনার ফেইসবুক বা ফেইসবুক লাইট এপে প্রবেশ করুন, সেখানে ফ্রী মোডে ক্লিক করে ফ্রীতে ফেইসবুক আইডি চালান। এবার মেসেঞ্জার বা মেসেঞ্জার লাইট এপে প্রবেশ করুন, সেখানে ফ্রী মোডে ক্লিক করে ফ্রীতে মেসেঞ্জার আইডি চালান। একটা বিষয় খেয়াল রাখবেন, যেই সীমটি দিয়ে ফ্রীতে ফেইসবুক বা ফেইসবুক লাইট কিংবা মেসেঞ্জার বা মেসেঞ্জার লাইট ব‍্যবহার করবেন, সেই সীমে কখনো টাকা রিচার্জ করা যাবে না। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ