Samsung galaxy s10 গেমিং এর জন্য ভালো হবে। এই ফোনটি আপনি নিতে পারেন।
একটি ফেসবুক আইডিতে ৫ হাজারের বেশি বন্ধু যোগ করা যায় না। আর এক দিনে অনেক বন্ধু যোগ করলে বা বন্ধুত্তের অনুরোধ পাঠালে। ফেসবুক টিম বন্ধু যোগ করা অপশন টি ব্লক করে দেই। আপনার ৫ হাজান বন্ধু না হলে। আপনি কিছু সময় পর বা আগামিকাল চেস্টা করুন।
লবণের দাম বৃন্ধি পাইনি। দেশের চাহিদা ছাড়াও ৬ গুন বেশি লবণ মজুদ আছে। এটি একটি মিথ্যা গুজব। গুজবে কান দিবেন না। কিছু অসাধু ব্যাবসাহি গুজব বের করছেন। লবণ দাম বাড়ে দেশের চাহিদা তুলনায় দেশে লবণ না থাকলে তা তো নয়।