এটা আমার দরকার।সহজভাবে কিভাবে করা যায় যদি একটু বলেন।।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

হ্যাঁ যায়। কিন্তু আনেক ঝামেলা। তারচে আপনি চাঁদার সাহায্য কোন আকেঁন। কোন ঝামেলা হবেনা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

২০ ডিগ্রি কোণ আঁকার জন্য লাগবে: ১টি রুলার, ১টি পেন্সিল কম্পাস এবং ১টি পেন্সিল।

যেভাবে আঁকবেন:
১) PQ একটি রেখা আঁকি। O একটি বিন্দু নিই। যেকোনো ব্যাসার্ধ নিয়ে O বিন্দুকে কেন্দ্র করে PQ এর উপর একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি PQ রেখাকে A ও B বিন্দুতে ছেদ করে।
image
২) একই ব্যাসার্ধ নিয়ে B বিন্দুকে কেন্দ্র করে বৃত্তচাপটির উপর আরেকটি বৃত্তচাপ আঁকি যা আগের বৃত্তচাপকে S বিন্দুতে ছেদ করে। এখন OS রেখা টানলে কোণের মান হবে ৬০ ডিগ্রি।
image৩) একই ব্যাসার্ধ নিয়ে S ও B থেকে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পর J বিন্দুতে ছেদ করে। এখন যদি OJ রেখা টানি কোণটি হবে ৩০ ডিগ্রি।
image
৪) এই ধাপে একটু টেকনিক খাটাতে হবে। রেখাটি O থেকে না টেনে A থেকে AJ রেখা টানতে হবে। তাহলেই কোণটি হবে ২০ ডিগ্রি
image

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ