RushaIslam

Call
  • পৃথিবী যখন  চন্দ্র ও সূর্য-এর মধ্যে চলে আসে, তখন পৃথিবীর আড়ালে চাঁদ ঢাকা পড়ে এবং চন্দ্রগ্রহণ হয়। সূর্য একটি তারা বলে তার আলো পৃথিবীতে বাধা পায় এবং চাঁদ পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে যায়। পৃথিবী চাঁদের চেয়ে বড় হওয়ায়, পৃথিবীর ছায়া চন্দ্রপৃষ্ঠকে পুরোপুরি ঢেকে ফেলে। এই কারণে চন্দ্রগ্রহণ পৃথিবীর কোনো কোনো অংশে পূর্ণগ্রাস হিসাবে দেখা যায়।এই পূর্ণগ্রাস বা আংশিকগ্রাস পৃথিবীর সকল স্থান থেকে একই রকম এবং একই সময়ে দেখা যায়,তবে অবস্থানভেদে সময়ের পার্থক্য হয়। কিন্তু পৃথিবীর সকল স্থানে কোনো না কোনো সময় পূর্ণ বা আংশিক গ্রহণ দেখা যায়।
  •  চাঁদ, সূর্য ও পৃথিবী যখন একই সরল রেখায় থাকে এবং চাদ ও সূর্য যখন পৃথিবীর একই পাশে থাকে তখন অমাবস্যা হয় । আর যখন চাদ একপাশে এবং সূর্য তার বিপরীথ পাশে থাকে তখন পূর্ণিমা হয়।পৃথিবীর সকল স্থানে একই সময় অমাবস্যা কিংবা পুর্ণিমা নাও হতে পারে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ