Notch যার বাংলা অর্থ হচ্ছে খাঁজ কাটা । মানে যে ফোনের ডিসপ্লেতে ঠিক উপরের অংশের মাঝ বরাবর একটা খাঁজ কাটা থাকে সে ডিসপ্লেকে নচ ডিসপ্লে বলে । বর্তমানে ফোন গুলোতে বিভিন্ন নচ যুক্ত করা হচ্ছে যেমন, ওয়াটার ড্রপ নচ । মানে পানির ফোঁটার মতো ডিসপ্লের একটা অংশ কালো খাঁজ কাটা থাকলে সেটাকে ওয়াটার ড্রপ নচ বলে । নচ ফোন শুধু দেখতেই দৃষ্টি নন্দন । এছাড়া নচ ফোনের আলাদা কোন বিশেষত্ত্ব নেই । বর্তমান সময়ে বাজারের বেশিরভাগ স্মার্টফোন গুলোই দৃষ্টি নন্দন করতে নচ যুক্ত করা হচ্ছে । আশাকরি নচ সম্পর্কে আইডিয়া পেয়ে গেছেন । এমবি না থাকায় নচ ফোনের ছবি যুক্ত করতে পারছিনা । তার জন্য দুঃখিত ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ