পড়ালেখায় কিভাবে নিজেকে মনোযোগী করবো? 


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য আগে ফেসবুক নেশা থেকে দুরে থাকুন,,তাছাড়া পড়ার সময় মোবাইলকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। আপনি যেটা পড়বেন সেটা যদি পড়ার আগে ভালো করে বুঝে নিতে পারেন। তাহলে আপনার কাছে ঐ পড়াটা অনেক মজা লাগবে। আর যখন মজা লাগবে, তখন এমনিতেই আপনার ঐ পড়ার প্রতি আগ্রহটা অনেক বেড়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
প্রথম কাজ হলো ইচ্ছে শক্তি জাগ্রত করা
ইচ্ছে করলে মানুষ অনেক কিছু পারে।
তবে প্রথব বারেই যে সফল হবেন তা কিন্ত নয়
সময় দিতে হবে।
আপনি কিছু দিনের জন্য ফেসবুক থেকে দূরে
থাকুন।
এর পর সন্ধ্যা বেলা নামায পড়ে পড়তে বসুন
কিছু ক্ষন পড়ুন তার পর ১০ মি. বিশ্রাম নিন
এই বার ভাবুন ঘুমাবেন না পড়বেন
পড়লে কাজে দিবে ঘুমালে
ঘুমানোই হবে.
প্রথমে ৩০মি. পড়ুন
তার পর দিন ৪০ মি.
তার পর দিন ৫০মি.
এই ভাবে প্রতিদিন ১০ ম.
করে বাড়াতে থাকুন
দেখবেন ৭ দিন পর আপনি রাত যেগে পড়তে
পারছেন।
আশা করি বুঝতে পেরেছেন.
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ