Call

আপনাকে অভিনন্দন  নতুন চাকরি পেয়েছেন।সর্বপ্রথম আপনাকে কিছু অফিস কলিগের চক্ষুশূল হতে হবে কারণ এই পৃথিবীতে ভাল কাজের বাহবা দেওয়ার লোক দিনকে দিন হ্রাস পাচ্ছে।এ নিয়ে রীতিমতো টেলিভিশনে টিভিসি ও তৈরি হয়েছে যাই হোক আসল কথায় আসি।নতুন পরিবেশকে মানিয়ে নিয়ে কিভাবে কাজে মনোযোগী হবেন তা আমি কিছু পয়েন্ট আকারে দিচ্ছি ,অবশ্য আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে।  ১) সময়ানুবর্তিতা, বিনা কারণে কখনোই অফিসে দেরি করে যাবেন না।  ২) সততা , যত বাধাই আসুক সততার ব্যাপারে কখনওই কারও সাথে আপোষ করবেন না।  ৩) সদ্ব্যবহার, অফিসের একদম নিচুস্তরের কর্মী থেকে শুরু করে বস লেভেলের সকলের সাথে ভালো ব্যবহার করুন।  ৪) পরিপাটি, নিজেকে অবশ্যই পরিপাটি করে রাখবেন সেই সাথে অফিসিয়াল কাগজপত্র,ফাইল সবকিছু গুছিয়ে রাখবেন।নিজের কাজের জায়গা ডেস্ক সবকিছু গুছিয়ে রাখবেন।  ৫) আপনার অফিসে কোনরূপ অপকর্ম বা দুর্নীতি দেখলে  অবশ্যই তা আপনার বসকে জানান  আর সবচেয়ে গুরুত্পূর্ণ যে বিষয়টা তা হলো সর্বদা হাসিখুশি থাকা ,,মেন্টালি ফ্রেশ থাকা এবং কখনোই ঘরের সমস্যা নিয়ে অফিস করতে আসবেন না।ঘরের ঝামেলা ঘরেই রেখে অফিসে আসবেন।     

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ