HMMOBAROKBD

Call

★সর্বপ্রথম আপনি ধৈর্য্যশীল হোন। দেখবেন আপনার জন্য সব'ই সহজ।বেশির ভাগই বড় ভাইদের সাথে থাকলে হলে,এ বিষয়টি (ধৈর্য্যশীল হওয়া।)  খুবই জরুরি। সহপাঠী হলে ভিন্ন কথা। (নিশ্চয় আল্লাহ ধৈর্য্যশীলদের সাথে। -আল কোরান) ★বর্তমান রাজনৈতিক পরিবেশ খুবই অস্থিতিশীল, তাই আপনি আগ বাড়িয়ে রাজনৈতিক আলাপ থেকে বিরত থাকুন। ★পরিষ্কার পরিচ্ছন্নতাকে প্রধান্য দিন,এটা সবাই ভালোবাসে। (পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ -আল হাদিস) ইত্যাদি ইত্যাদি                          

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Ronnny

Call

বড় ভাইদের দেখলে সালাম দিন। ভদ্রতা বজায় রাখুন। আর কিছুদিন বড়ভাইদের কথা শুনুন। কিছুদিন পর দেখবেন তারা আপনার বন্ধুর মত হয়ে গেছে। বিপদে আপদে তাদেরই কাছে পাবেন। আর আপনার গার্ডিয়ানরা মেসে আসলে ম্যানেজার কে একটু যাতে বলে যে " আমার ছেলেকে একটু দেখে রাখিও বাবা"। পাম মারতে শিক্ষবেন। এক্ষেত্রেও পারদর্শিতার দরকার আছে। বেশি পাম মারলে হিতের বিপরিত ও হতে পারে। পরিচয় পর্বের জন্য ডাকলে কয়েকঘন্টা ভাইদের কথা শোনেন। এরপর দেখবেন সব ঠিক হয়ে যাবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
RushaIslam

Call

সম্মানের সহিত কথা বলবেন এবং অবশ্যই ভদ্রতা বজায় রাখবেন। ভুল করলে মাফ চাওয়ার মানসিকতা তৈরি  করুন। সকলের সাথেই মিলেমিশে থাকার চেষ্টা করবেন। কেউ আপনার দোষ ধরিয়ে দিলে তা নিয়ে তর্ক করবেন না। যদি কেউ আপনার সাথে বিনা কারণে খারাপ ব্যবহার করে তাহলে আপনি সেই ব্যক্তিকে বুঝিয়ে বলুন,প্রয়োজনে মেস কতৃপক্ষের সাহায্য নিন। অযথা বিবাদে জড়াবেন না। সবার সাথে ভদ্রতা বজায় রাখবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ