আমার প্রচুর ব্রণ সমস্যা রয়েছে। আমি জানতে পারি লেবু এ সমস্যা দূর করার জন্য অনেক উপকারী। ব্রণ উঠলে তাতে কিভাবে ব্যবহার করবো তা জানতে চাই।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

লেবুর রস লেবুর রসে যে এসিড উপাদান রয়েছে সেটি ব্রণ দূর করতে বেশ কার্যকর। সামান্য লেবুর রস হাতে নিয়ে পুরো মুখে লাগিয়ে ব্রণের ওপর বেশি করে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করুন। এবার পানি দিয়ে ভালো করে মুখ ধুয়ে ফেলুন। লেবুর রস ও মধু লেবুর রসের সঙ্গে সামান্য মধু মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এই প্যাক মুখের ব্রণ দূর করার পাশাপাশি ব্রণের দাগও দূর করে। এ ছাড়া এটি ত্বকের কালচে দাগও দূর করে। লেবুর রস ও কমলার রস সমান পরিমাণ লেবুর রস ও কমলার রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট পর পানি দিয়ে মুখ ভালো করে ধুয়ে ফেলুন। এই প্যাক মুখের ব্রণ দূর করার পাশাপাশি ত্বক উজ্জ্বল করে। দুধ ও লেবুর রস সমান পরিমাণে দুধ ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। বিশেষ করে যেসব জায়গায় ব্রণ আছে সেই জায়গায় বেশি করে লাগান। ১৫ মিনিট পর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাক ব্রণ দূর করার পাশাপাশি ত্বকের কালচে ভাব দূর করে এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখে। লেবুর রস ও শসার রস সমান পরিমাণ শসার রস ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এই প্যাকে ব্রণের দাগ সহেজই দূর করে। এ ছাড়া মুখের দাগ দূর করার পাশাপাশি ত্বক নরম ও মসৃণ করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

প্রথমে হাতের তালুতে যত টুকু মধু নেয়া যায় তত টুকু নিন।এবার মধুর সাথে ১ ফোটা লেবুর রস নিয়ে মুখে মেখে নিন। আর এই ভাবে প্রতিদিন সকাল বিকাল নিয়ে যান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

লেবু দিনের বেলা নিলে কিন্তু সমস্যা আছে। কারণ লেবুতে অ্যাসিড আছে। তাই দিনের বেলা লেবু নিবেন না।  লেবু নিতে চাইলে এক চামচ মধুর মধ্যে মিলিয়ে মুখে লাগান তারপরে ঘুমিয়ে পড়ুন। সকালে উঠে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলবেন।  লেবু নেওয়া অবস্থায় আলোর কাছে যথাসম্ভব কম যাবেন। গেলে বুঝবেন, প্রচণ্ড পরিমাণে জ্বলবে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ব্রণ দূর করার তিনটি সর্বোত্তম পদ্ধতি দেয়া হলো:

★ব্রণ হলে ঠান্ডা জাতীয় খাদ্য এবং মিছরীর সরবত খাওয়া উচিত। শিমুলের ছাল বেঁটে ব্রণের ওপর লাগালে ব্রণ সেরে যায়।
★ব্রণ হলে চিরতার ক্বাথ তৈরি করে প্রত্যহ সকালে মিছরী চূর্ণসহ খাওয়া উচিত।
★ব্রণ হলে নিমপাতা বা নিমফলের বিচি পানিসহ বেঁটে ৪-৫ দিন ব্রণে ব্যবহার করা উচিত।
https://free.facebook.com/badshahniazulhasanjewel/about?lst=100007432598691%3A100007432598691%3A1530781575&refid=17
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ