শেয়ার করুন বন্ধুর সাথে

পাছার অতিরিক্ত মেদ কমানোর উপায়ঃ 1. যোগ ব্যায়াম: সত্যি বলতে, প্রতিদিন যোগ ব্যায়াম অনুশীলনে আপনার সাতটি সমস্যা সমাধান হতে পারে। যোগব্যায়াম অনুশীলন আপানার শরীরকে সুস্থ ও সুন্দর রাখবে। শুধু মাত্র নিয়মিত অনুশীলনই আপানাকে যোগ ব্যায়ামের উপকারিতা দিতে পারে। যোগ ব্যায়াম ওজন কমাতে সহায়তা করে। ও আপনাকে খুব সহজেই বুড়িয়ে যাওয়া হতে রক্ষা করবে। এছাড়াও যোগব্যায়াম পেশীকে শক্ত ও ত্বক সুন্দর করতে সহায়তা করে। 2. নারকেল তেল: আপনি হয়তো ভাবছেন কেন নারকেল তেল আপনার ম্যাসেজের জন্য উপকারী? নারকেল তেল আপনার শরীর থেকে অতিরিক্ত চর্বি কমাতে চমৎকার কাজ করে। এছাড়াও, নারকেল তেল চামড়ায় পুষ্টিকর টিস্যু গঠনে সহায়তা করে। পাছা / হিপ এবং থাই এর চর্বি কমানোর জন্য প্রতিদিন ১০ মিনিট করে মাসাজ করুন। 3. কফি গ্রাউন্ড: যদি আপনার শরীরের মেদ কমাতে চান তাহলে নিয়মিত চিনি ছাড়া কফি পান করুন। কফির অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের মেদ কমাতে সাহায্য করে। কিফিতে মধু মিশিয়ে খেলে ত্বক সুস্থ থাকে ও হিপের মেদ কমে যায়। হিপ / পাছা এবং থাই এর চর্বি নিয়ে আর বেশি চিন্তা না করে উপরের নিয়ম গুলো অনুস্বরন করুন । = হেলথকেয়ার

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ