মাথার কাটা স্থানে চুল উঠানো যাবে কি?এমন কোনো ঔষধ আছে?


শেয়ার করুন বন্ধুর সাথে
Asad24

Call

মাথার কাটা স্থান, যদি বেশি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কাটা স্থানে রক্তের অভাবে চুল নাও গজাতে পারে।তবে চিন্তার কোনো কারণ নেই, ঔষধ না সেবন করেও আপনার খাদ্যাভাসের তালিকায় কিছু পরিবর্তন এনে সহজেই কাটা স্থানে চুল গজিয়ে নিতে পারেন। এজন্য‌ আপনার প্রতিদিনের খাওয়ার তালিকায় পেয়ারা, লেবু, কমলা, আনারস, কামরাঙা, কাঁচা মরিচ,মটরশুঁটি, বাদাম, কলিজা,মাছ, মাংস, পনির, দুধ এবং ডিম রাখুন।এসব খাবারের মধ্যে অন্ততপক্ষে প্রতিদিন লেবু/কাঁচা মরিচ এবং মাছ/দুধ রাখার চেষ্টা করবেন। ক্ষতিগ্রস্ত স্থানে এক অথবা দুই সপ্তাহের মধ্যে‌ই চুল গজাবে।ঔষধ না ব্যবহার করাই শ্রেয়।কারণ, ঔষধের সাইড ইফেক্ট থাকতে পারে।তাই খাবারের দিকটা উল্লেখ করেছি।

ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ