ঝাল গাছ লাগিয়েছি। একমাস বয়স। ঝাল ধরা শুরু করেছে। কিন্তু গাছের কচি পাতা কোঁকড়াই যাচ্ছে। একদিন সুধু গোবরে সার দিয়েছি।অন্য কোন সার দেয়নি। ভিতরে শাকের বিজ বুনেছি, তাই প্রতিদিন পানি দেই। এখন আমার করনিয় কি?
শেয়ার করুন বন্ধুর সাথে

আপনি "টিল্ট ০.৫ মিলি "/ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন । গাছে ফুল এসেছে তাই বাম্পার ফলন ৪ মিলি / লিটার পানিতে মিশিয়ে প্রয়োগ করুন। বিস্তারিত দেখুন------ https://baisc.wordpress.com/কৃষি-সমস্যা-ও-সামাধান/মশলা-জাতীয়/মরিচ/প্রশ্নের-উত্তর/

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
almasali

Call

আপনি "টিল্ট ০.৫ মিলি "/ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন । গাছে ফুল এসেছে তাই কমুলাস ডি এফ ২ গ্রাম / ১ লিটার পানিতে মিশিয়ে প্রয়োগ করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ