Call

আমার মনে হয় আপনার রুচি অনেকটা কমে গেছে । তাই রুচি বাড়ানোর ঔষধ খেতে পারেন । এজন্য আমি সিনকারা নামক ঔষধ খেতে বলব । এই ঔষধ হজম শক্তি বাড়িয়ে আপনাকে ক্ষুর্দাত করে দিবে । আর হস্তমৈথন কিংবা নেশা করার অভ্যাস থাকলে তা পরিত্যাগ করুন । আর দিনে কমপক্ষে একবার মলত্যাগ করুন । কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে ঠিকমত মলত্যাগ করে না যে কারণে তাদের পেটে ক্ষুদা থাকলেও মনে হয় পেট ভরা যে কারণে খেতে ইচ্ছা করে না ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ