খাজা মঈনুদ্দীন চিশতী (রহঃ) ছিলেন ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারে কিংবদন্তিতুল্য একজন ঐতিহাসিক সুফি ব্যক্তিত্ব  । পাক-ভারত উপ-মহাদেশের ইসলাম প্রচারক হিসেবে তিনার ভূমিকা অতুলনীয়।  তিনি ছিলেন হযরত মুহম্মদ (সাঃ) এর আওলাদ বা বংশধর। এছাড়াও উনাকে গরীবে নেওয়ায বলা হয় । তাহার এত পরিমাণ ধন সম্পদ ছিল এবং তিনি গরীব দু:খিদের প্রচুর  পরিমাণ দান-খয়রাত করতেন।   উনার বিরুদ্ধে যারা কটুক্তি করে তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে এবং তাদের ধংস নিশ্চিত। 


বিঃদ্রঃ বর্তমানে অনেক নোংরা মনের মানুষরা খাজা মইনউদ্দিন চিশতি (রহ:) এর উছিলা দিয়ে নানান প্রকার অপকর্ম করে । যেমন বিভিন্ন প্রকার মাজারে তারা ঢোল বাজিয়ে  , গাজা খেয়ে খাজা বাবা খাজা বাবা বলে গান পরিবেশন করে এরা ইসলামের শত্রু আল্লাহর শত্রু।  তাই বলে খাজা সাহেব (রহ:) যিনি চিশতিয়া তরিকার ইমাম উনাকে কটুক্তি করা যাবেনা।





ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ