Jamiar

Call

না। কখনোই না। যেকোন পরিস্থিতির সম্মুখীন হোন না কেনো কখনোই মিথ্যা কথা বলা যাবে না।

আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘মিথ্যা তো তারাই বানায়, যারা আল্লাহর নিদর্শনসমূহের ওপর ঈমান রাখে না। বস্তুত তারাই মিথ্যুক।’ (সুরা নাহাল, আয়াত: ১০৫)

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা.) বলেন, ‘মুনাফেকদের নিদর্শন তিনটি :

  • কথা বলার সময় মিথ্যা বলা,
  • প্রতিশ্রুতি ভঙ্গ করা এবং
  • আমানতের খেয়ানত করা।’

(বুখারি, হাদিস নং : ৩৩, মুসলিম, হাদিস নং : ৫৯)

উক্ত হাদিস প্রেক্ষিতে বলা যায় যে মিথ্যা বলা সম্পূর্ন পাপ ও গোনাহের কাজ।তাই মিথ্যা বলা যাবে না। 

ভেবে দেখুন কখনো কখনো ১ টা মিথ্যা কথা বললে সেই মিথ্যা কথাটিকে সঠিক বলে প্রামানিত করতে আরো ১০-১৫ টা মিথ্যা বলা লাগে। কাজেই সব সময় সত্য  কথা বলুন ইনশাআল্লাহ আল্লাহ্‌ আপনাকে যেকোন অপমান এর সম্মুখীন করবে না।

ধন্যবাদ।

বিস্ময়ের সাথে থাকুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ