Call
দেখুন ভাইয়া সব কিছুর ভাল এবং মন্দ দিক রয়েছে। আপনি চাইলে যে কোন একটি গ্রহন করতে পারেন।তবে বত'মানে ইন্টারনেট জগতে অনেক কিছু ভাল অজানাকে জানার দিক রয়েছে।
ঠিক তেমনি ফেজবুকে ভাল ও মন্দের দুটো দিক রয়েছে। খারাপ দিকগুলো আপনি এড়িয়ে চলবেন তা হল: 
(১) ভুলেও পণ' সাইটে লাইক / কমেন্ট করবেন না ।
(২) স রকার কতৃ'ক নিশিদ্ধ ঘোষিত কোন সাইট ব্রাউজ / ভিজিট করবেন না।
(৩) অযোথা অপরিচীতা কোন মেয়েকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না।
(৪) অচেনা কোন মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট কনফাম' করতে যাবেন না।  আপাত:ত এসব খারাপ দিকগুলো এড়িয়ে চলুন নিজেকে মানসিকভাবে ভাল রাখুন।ধন্যবাদ 
Talk Doctor Online in Bissoy App
TarikAziz

Call

মন্দ দিক ---


১. অপরিচিত বন্ধু বান্ধব তৈরী করে তাদের সাথে নিজের সব বিষয় শেয়ার করা, অপরিচিত লোকের সাথে বন্ধুত্ব করে বিপথগামী হওয়ার আশঙ্কা প্রচুর।  

( তাই এগুলি থেকে দূরে থাকতে হবে)


২. ফেসবুকের নেশায় পড়ালেখায় অমনোযোগী হবার সম্ভাবনা ।  ( তাই পড়ালেখাটা আগে করে

নিতে হবে)


৩. ফেসবুককে জীবনের অন্যতম অংশ ভেবে নিজের পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা । 

( তাই পরিবারকে আগে সময় দেওয়া দরকার, 

কারণ পরিবারটাই মানুষের আপনজন, ফেসবুক

নয়)


৪. ভুয়া আইডি তৈরী করে ফেসবুক ব্যবহারের মাধ্যমে অসামাজিক কার্যকলাপ বাড়ার আশঙ্কা । 

Talk Doctor Online in Bissoy App