আমি eset smart security ব্যাবহার করি। কিন্তু এটা ল্যাপটপ অপেন করার সাথে সাথে একটা আপডেট করতে বলে বা অটোম্যাটিক হয়ে যায়। এটা কেন হয়। বন্ধ করার উপায় কি?
Share with your friends

Call

এন্টিভাইরাস আপডেট চাইলে অবশ্যই আপডেট দিবেন এবং সবসময় এন্টিভাইরাস আপডেটেড রাখবেন। কারন, প্রতিনিয়ত নিত্যনতুন ভাইরাস ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়ছে এবং এন্টিভাইরাস কোম্পানিগুলি তাদের জন্য এন্টিভাইরাসের আপডেট বের করছে। আপনি যদি আপনার এন্টিভাইরাস আপডেট না দেন, তবে অনেক ভাইরাস সে ধরতে পারবে না।

Talk Doctor Online in Bissoy App