MrBiswas

Call
আপনি ঠিক বলেছেন কিন্তু পৃথীবি অনেক বড় বলে আমরা তা বুঝতে পারি না । মনে করেন একটা ফুটবল সেটা হল পৃথিবী আর একটা পিপড়া হল মানুষ সেখেত্রে সব কিছু তার সমতল এবং সোজা মনে হবে কারণ ফুটবলের তুলনাই সে অনেক ছোট । কিন্তু তা আপনার মনে হবে না ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

প্রথমে বলবো  আপনি  খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। 

আমরা জানি যে প্রত্যেক বস্তুর একটা নিজস্ব আকর্শন ক্ষমতা আছে যাকে  মধ্যাকর্ষন বল বলা হয়। আমরা জানি যে সূর্য পৃথিবির থেকে অনেক বর অর্থাৎ সূর্যের মধ্যাকর্ষন ক্ষমতা পৃথিবির থেকে অনেক বেশি আর এই শক্তির বলেই পৃথিবি সূর্যের চার পাশে ঘোরে।  তো আমরা বসবাস করি পৃথিবিতে পৃথিবী আকারে আমাদের থেকে অনেক বর আমাদের ও নিজস্ব আকর্শন ক্ষমতা আসে প্রত্যেক টা গাছপালার ও আকর্শন ক্ষমতা আসে কিন্তু এর থেকে পৃথিবির আকর্শন ক্ষমতা অনেক বেশি তাই আমরা পৃথিবির দিকে আটকে থাকি। আপনি খেয়াল করবেন যে আপনি যদি কখনো লাফিয়ে থাকেন তবে আপনি নিশ্চয় লাফদিয়ে বেশি উপরে উঠতে পারবেন্না এর কারন গ্রাবেটি বা মধ্যাকর্ষন বল।  যদি আপনি পৃথিবির এক প্রান্তে দারিয়ে দেখতে পারেন তবে দেখবেন যে অন্য প্রন্তের গাছও মানুষ উল্টে আছে তাদের পা পৃথিবর মাটিতে অর্থাত পৃথিবি তাদের কে নিজের দিকে আকর্শন করছে।  আপনি পৃথিবর এক পাশ থেকে দেখলে ভাব বেন যে অন্য পাশের গাছপালা উলটে আছে,  আসলে তাই আছে কিন্তু গ্রবেটির কারনে তা পৃথিবির সাথে আটকে আসে যেভাবে আরা আসি। একেই বলে মধ্যাকর্ষন বল। 

ধন্যবাদ:- Shawon Ahmed. 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আসলে পৃথিবীর বাইরে থেকে পৃথিবীকে দেখলে বুঝবেন যে পৃথিবীতে উল্টো বলে কিছু নেই। কারন পৃথিবী গোল।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ