Call

তিনি এটাও বলেছেন যে ওগুলো আল্লাহর বানী হতে পারে।।।তবে ওগুলো পরিবর্তন করা হয়েছে।।।যেমন বাইবেল আল্লাহর বানী।।মানুষ সেটা পরিবর্তন করে মনীষীদদের ঘটনা উল্লেখ করেছেন।।।তবে কুরআন অবতীর্ণ হওয়ার পর ওগুলো রহিত হয়ে গেছে।।।।ওগুলোর আমল আর করা যাবে না।।। তার সকল লেকচার শুনলে আপনি বুঝতে পারবেন।।।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

গায়েব তো আল্লাহ জানেন তবে আল্লাহ তার গায়েবের খবর তার পছন্দের মানুষকে জানায় নবী আসবে কিনা সেটার হাদিস ড.পড়েছে তবে আর কোন নবী আসবে না রিসালাতের দাওয়াত নিয়ে ও নব্যুওয়্যাতি নিয়ে এটা কোরআনের স্পষ্ট ঘোষণা। হ্যা যে বা যা আসবে কল্কি অবতার সেটা স্পষ্টত কিন্তু এই বিষয়ে গবেষণা ও হাদিসের সেই বিষয়ে গবেষণা করে প্রকাশ করা নিষেধ ছিলো। কিছু লোকেরা সেগুলো প্রকাশ করে বেড়ায়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ