avir

Call

ইবলিশ শয়তান একজন জ্বীন ছিলো আযাযিল ফেরেশতা দের সরদার ছিলো পবিত্র কুরআনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে ইবলিশ শয়তান জ্বীনদের একজন । " যখন আল্লাহ ফেরেশতাদেরকে বললোঃ আদমকে সেজদা কর , তখন সবাই সেজদা করল ইবলিশ ব্যতীত। সে ছিল অহংকার পূর্ণ সে তার পালনকর্তার আদেশ অমান্য করলো এবং আল্লাহর নির্দেশে তাকে জাহান্নামে ফেরনের হুকুম দেয়, তখন ইবলিশ জীন বলছে হে আল্লাহ আমি সারাজনম তোমার ইবাদত করেছি, শুধু মাত্র মাটির তৈরী মানুষ এর জন্য আমাকে এতোবড় শাস্তি দিলেন যে মাটির তৈরী মানব সন্তান এর জন্য আমাকে বেহেশত থেকে বিতাড়িত করলে তাদের আমি কখনোই বেহেশত প্রবেশ করতে দিবোনা আপনি আমাকে এমন একটি ক্ষমতা দিন যেন আমি মানব শরীরে প্রতিটি রক্তের কনায় কনায় পৌছাতে পারি তাদের খারাপ কাজে অন্যায় কাজে লিপ্ত রাখতে পারি আল্লাহ তখন তাকে এই ক্ষমতা দান করে। আল্লাহ বলেছেন আমার বান্দা রা অন্যায় করার পর যদি আমার কাছে ক্ষমা প্রাথনা করে আমি তাদের ক্ষমা করে দিবো।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ