আল্লাহ অ‌নেক দয়াবান। আপনার উ‌ল্লে‌খিত অবস্থার কথা বাদই দিলাম। ‌কেউ য‌দি তার কৃতক‌র্মের জন্য ল‌জ্জিত হয়, তওবা ক‌রে, ইসলাম কবুল ক‌রে, ভ‌বিষ্য‌তে এই কাজ না করার শপথ গ্রহন ক‌রে তাহ‌লে সে আগে যত পাপ কাজই করুক না কেন আল্লাহ তা‌কে মাফ ক‌রে দি‌বেন। সে য‌দি উ‌ল্লে‌খিত কাজগু‌লো ক‌রে ত‌বে তা‌কে বি‌য়ে কর‌লে অবশ্যয় শ‌রিয়ত সম্মত হ‌বে। ***** নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু *****

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সহীস মুসলিম ১ম খন্ড, অনুচ্ছেদ ৫৫, হাদীস নং-২২৯-৩০ এই দুইটি হাদীসে স্পষ্টভাবে উল্লেখ আছে খালেছ ভাবে ইসলাম কবুল করলে পূর্বের সমস্ত পাপ মোচন হয়ে যাবে । পবিত্র কোরআনেও আছে : “হে আমার বান্দাহগণ, যারা নিজেদের ওপর বাড়াবাড়ি করেছো, তারা আল্লাহ তাআ’লার দয়া ও রহমত থেকে নিরাশ হয়োনা, নিঃসন্দেহে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেবেন । তিনি তো ক্ষমাশীল”-(সূরা আয্-যুমারঃ ৫৩)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আল্লাহ অনেক দয়বান, পতিতা থেকে উদ্ধার করার পর আপনি যদি তাকে বিয়ে করেন তাহলে কোন দোষ নেই আপনি তার উপকার করেছেন । অন্ধকার জীবনে থেকে তাকে রক্ষা করেছন। যদি সে কোরআন হাদিসের নিয়ম মেনে বাকি জিবন কাটিয়ে দেই আর আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। ‍হাদিসে আছে যার সরিষা দানা পরিমাণ ঈমাণ থাকবে সে জান্নাতে প্রবেশ করবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ