Call


ছবি:সংগৃহীত 

বাবার আপন ভাইয়ের মেয়ে, মানে আপনার চাচাত বোনকে বিয়ে করা ইসলামী শরীয়ত সম্মত এবং এটা জায়েজ।


ইসলামী শরীয়তে ১৪ ক্যাটাগরির মহিলাকে বিয়ে করা হারাম। এই চৌদ্দজন ব্যতীত সকল মহিলাকে বিয়ে করা জায়েজ। তবে একসাথে ৪ এর বেশি নয়। 




যে সকল মহিলাদের বিয়ে করা হরাম দেখা করা জায়েজ: 


  1. আপন মা>নানু>দাদু>... 
  2. নিজের মেয়ে 
  3. আপন বোন 
  4. আপন চাচী/ফুফু 
  5. আপন খালা 
  6. আপন ভাইয়ের কন্যা (ভাতিজী) 
  7. আপন বোনের কন্যা (ভাগনী) 
  8. দুগ্ধ সম্পর্কের মা (দুধ মা) 
  9. দুগ্ধ সম্পর্কের বোন (দুধ বোন) 
  10. স্ত্রীদের মা (শাশুড়ি) 
  11. স্ত্রীদের যদি পূর্ববর্তী/পরবর্তী স্বামীর কন্যা থাকে। 
  12. স্ত্রীর সাথে সম্পর্কের পূর্বেই যদি ত্বালাক হয়ে যায় তবে, তাদের পূর্ববর্তী কন্যা বিবাহ করা জায়েজ। 
  13. ঔরসজাত পুত্রের স্ত্রী /পুত্রবধূ 
  14. একসাথে দুই বোনকে বিয়ে করা।(তবে আগে/পরে হলে জায়েজ) 


৪:আন-নিসা:আয়াত: ২৩ 

حُرِّمَتْ عَلَیْكُمْ اُمَّهٰتُكُمْ وَ بَنٰتُكُمْ وَ اَخَوٰتُكُمْ وَ عَمّٰتُكُمْ وَ خٰلٰتُكُمْ وَ بَنٰتُ الْاَخِ وَ بَنٰتُ الْاُخْتِ وَ اُمَّهٰتُكُمُ الّٰتِیْۤ اَرْضَعْنَكُمْ وَ اَخَوٰتُكُمْ مِّنَ الرَّضَاعَةِ وَ اُمَّهٰتُ نِسَآئِكُمْ وَ رَبَآئِبُكُمُ الّٰتِیْ فِیْ حُجُوْرِكُمْ مِّنْ نِّسَآئِكُمُ الّٰتِیْ دَخَلْتُمْ بِهِنَّ١٘ فَاِنْ لَّمْ تَكُوْنُوْا دَخَلْتُمْ بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَیْكُمْ١٘ وَ حَلَآئِلُ اَبْنَآئِكُمُ الَّذِیْنَ مِنْ اَصْلَابِكُمْ١ۙ وَ اَنْ تَجْمَعُوْا بَیْنَ الْاُخْتَیْنِ اِلَّا مَا قَدْ سَلَفَ١ؕ اِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِیْمًاۙ 


তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মা, কন্যা, বোন, ফুফু, খালা, ভাতিজি, ভাগিনী ও তোমাদের সেই সমস্ত মাকে যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে এবং তোমাদের দুধ বোন তোমাদের স্ত্রীদের মা ও তোমাদের স্ত্রীদের মেয়েদেরকে যারা তোমাদের কোলে মানুষ হয়েছে, -সেই সমস্ত স্ত্রীদের মেয়েদেরকে যাদের সাথে তোমাদের স্বামী-স্ত্রীর সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে, অন্যথায় যদি (শুধুমাত্র বিয়ে হয় এবং) স্বামী -স্ত্রীর সম্পর্ক প্রতিষ্ঠিত না হয়, তাহলে (তাদেরকে বাদ দিয়ে তাদের মেয়েদেরকে বিয়ে করলে) তোমাদের কোন জবাবদিহি করতে হবে না,-এবং তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রীদেরকেও। আর দুই বোনকে একসাথে বিয়ে করাও তোমাদের জন্য হারাম করা হয়েছে। তবে যা প্রথমে হয়ে গেছে তা হয়ে গেছে। আল্লাহ‌ ক্ষমাশীল ও করুণাময়।



ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ