কুরআনে  এরকম অনেক কথা রয়েছে যা আমাদের মানব জাতির বোঝার ক্ষমতা নেই। যার কারণে আমাদের হাদিস /এজমা/ কিয়াসের সাহায্য নিতে হয়। কোরআন নাজিল করা হয় রাসুল (সাঃ) দিক নির্দেশনা দেবার জন্য ও মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য। নাস্তিকদের কোন ইলাহ নেই। আর আল্লাহ যে কসম কেটেছে তা আমরা  দুনিয়ায় যে কসম নামক বাক্যটি শুনি আসলে সেটা নয়। এটি আল্লাহ-আল্লাহ পাক এর হাবিবের প্রতি নাজিল কৃত এমন এক বাক্য যা কারও বোঝার ক্ষমতা নেই।


এমন অনেক বাক্য আছে কুরআনে যার অর্থ আজ পর্যন্ত কেউ বের করতে পারেনি যেমনঃ  হা মিম, আলিফ লাম মিম,ইয়াসিন। 

  আসল কথা হল  ঃ কসম  মানে  শপথ। তবে يمين (কসন) শব্দের মূল অর্থ ডান হাত। তার মানে এখানে বোঝা অনেক দুষ্কর।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ